ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ বাংলাদেশের
স্টাফ রিপোর্টার, ডেইলী সুন্দরবন: ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলও এমন সময়ের মধ্য দিয়ে গেছে। আগে ব্যাট করছে দুই শ করাই কষ্ট হয়ে যেত। পরে ব্যাট করলে স্কোরবোর্ডে লক্ষ্য না দেখে পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করা।
সেই দিন বদলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু সময় কখনো কখনো দল পাল্টেও ফিরে আসে! ওয়েস্ট ইন্ডিজ দলেও ফিরে এসেছে এমন সময়।
জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৮—কিন্তু ‘শিক্ষানবিস’ ওয়ানডে দল গড়া ক্যারিবীয়দের ব্যাটিং দেখে কখনো মনে হয়নি, লক্ষ্যটা নিয়ে তাদের কোনো ভাবনা আছে! অন্তত ব্যাটিংয়ের ধরন দেখে তা মনে হয়নি।
আজ তৃতীয় ম্যাচে ১২০ রানের জয়ে ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের প্রত্যাশামতোই বাংলাওয়াশ করল তামিম ইকবালের দল।