দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও সুরক্ষা সামগ্রী বিতরণ ।
স্থানীয় প্রতিনিধি, ডেইলী সুন্দরবন: আজ খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজীগ্রামস্থ মহিলা মাদ্রাসা ও হিন্দু সম্প্রদায়ের (দলিত) মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিকল্পে মেডিকেল ক্যাম্প ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার মহিলা কমিটির সভাপতি মিসেস ফারহানা হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিঘলিয়া, বিপাশা দেবী তণু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিঘলিয়া, মিসেস ইসমত জেরিন, ক্লিনিক্যাল সাইক্লোজিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ নাজমা জান্নাত, মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , উপজেলা তথ্য কর্মকর্তা মিসেস সাইদা খাতুন ও মাদ্রাসা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।