দূলর্ভ A- নেগেটিভ রক্ত দানে আবারও এগিয়ে এলেন দিঘলিয়ার মানবিক ইউএনও মোঃ মাহবুবুল আলম।
স্টাফ রিপোর্টার, ডেইলী সুন্দরবনঃ ১৫ ই ফেব্রুয়ারি সোমবার এক মুমূর্ষু রোগীর জীবন বাচানোর প্রয়াসে ১৭ তম বার দূলর্ভ A- নেগেটিভ রক্ত দানে এগিয়ে আসলেন খুব অল্প সময়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম।
এসময় তিনি বলেন রক্ত দান সর্ব শ্রেষ্ঠ দান। একজন মানুষ হিসেবে এটাও আমার নৈতিক দায়িত্ব । এর আগেও তিনি ১৬ বারের মত রক্ত দান করেছেন। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত থাকা কালীন তিনি রক্তদানে বহুল জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের সক্রিয় সদস্য ছিলেন। তিনি আরও বলেন সুস্থ থাকলে আমাদের সকলেরই রক্ত দানে এগিয়ে আসা উচিত ।