মহামারী মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় এডিবি
মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিবির আবাসিক পরিচালক মনমোহন পারকাশের কণ্ঠে এই প্রশংসা ঝরে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন।
খবর বিজ্ঞপ্তি, ডেইলি সুন্দরবন: বাংলাদেশ সরকারের গণ টিকাদানের প্রশংসা করে মনমোহন বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি।
ইমরুল আরো জানান, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার সহায়তা করতে এডিবির পক্ষ থেকে প্রস্তাব এসেছে ।
তিনি বলেন, মহামারীর ক্ষতি পোষাতে বাংলাদেশের সব অর্থনৈতিক খাত খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন পারকাশ।
ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেল লাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে এডিবি কর্মকর্তাকে জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।