দিঘলিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে ২৫ শে মার্চ কালোরাতের সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
স্থায়ী প্রতিনিধি, ডেইলী সুন্দরবনঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালোরাতে ও দেশকে স্বাধীন করার জন্য নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন , সেই বীর শহীদদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভে এক মিনিট নিরবতা পালন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আলিমুজ্জামান মিলন এবং বীর মুক্তিযোদ্ধাগণ।