শাহজাহানের মৃত্যুতে খুলনা জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ।
খবর বিজ্ঞপ্তি, ডেইলি সুন্দরবনঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর উপ কমিটির সাবেক সদস্য মোঃ শাহজাহান মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড সুজিত অধিকারী সহ সকল নেতৃবৃন্দ।
উল্লেখ্য মোঃ শাহজাহান গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি .. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি এক শোক বার্তায় এ তথ্য জানান।