ICC এই দশকের সেরা ক্রিকেট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
স্টাফ রিপোর্টার,ডেইলি সুন্দরবন: এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে করেছেন ৬৩২৩ রান এবং ২৬০টি উইকেট নিয়েছেন।
এই দলে আরো আছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মাহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।
২০১১ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ই অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স অনুযায়ি গত ১০ বছরে যারা ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের নিয়ে এই একাদশ বানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
২০১৯ সালে আইসিসিরি দুর্নীতি-বিরোধী নিয়ম লঙ্ঘনের তিনটি অভিযোগ স্বীকার করে নেয়ার পর ২ বছরের জন্য সাকিব আল হাসানকে বহিষ্কার করা হয়, যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা ছিল।চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে এই নিষেধাজ্ঞা শেষ করেছেন সাকিব।।
নিষেধাজ্ঞা শেষ করেই বাংলাদেশের সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের জায়গা ফিরে পান।
এদিকে আইসিসি আরো দুই ফরম্যাটে দশকের সেরা ক্রিকেট দল নির্বাচন করেছে, যেখানে পুরুষ কিংবা নারী কোনো দলেই বাংলাদেশের আর কোনো ক্রিকেটার জায়গা পাননি।